সিলেটসোমবার , ২১ মে ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘ইংলিশ স্পোকেন কোর্স ছাত্র জমিয়তের যুগান্তকারী পদক্ষেপ’

Ruhul Amin
মে ২১, ২০১৮ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেছেন, ছাত্র জমিয়ত কর্মীদের নিজস্ব ক্যারিয়ার ডেভেলপ করতে হবে। এক্ষেত্রে ভাষা শিক্ষা সর্বাপেক্ষা গুরত্বের দাবি রাখে। আজকের কর্মীরাই আগামী দিনের কান্ডারি। যোগ্যতা অর্জনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে উন্নীত হতে হবে। মেধাবী নেতৃত্ব তৈরির লক্ষ্যে সিলেট মহানগর ছাত্র জমিয়ত যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আয়োজকদের আন্তরিক মোবারকবাদ জানাই।
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ইংলিশ স্পোকেন কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস ও ওপেনিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পহেলা রমযান শুক্রবার রাত সাড়ে দশটায় নগরীর রায়নগরস্থ শায়খুল ইসলাম জামেয়ায় অনুষ্ঠিত
মহানগর ছাত্র জমিয়তের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান আহমদ ও হুসাইন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্রনেতা এম. সাইফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া দারুল আরক্বামের সম্মানিত প্রিন্সিপাল ভাষাবিদ মাওলানা মাহবুব শিরাজি, সিলেট জেলা জমিয়তের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ ক্বাসিমী, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ সালিম আহমদ ক্বাসিমী, মহানগর যুব জমিয়তের সম্মানিত সভাপতি মাওলানা কবির আহমদ, সাবেক ছাত্রনেতা হাফিয মাওলানা আলী হুসাইন।
মহানগর ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি হাফিয আসরার আহমদ, মুহাম্মদ আবু খায়ের, সহ সাধারণ সম্পাদক হাফিয জাহিদ আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ, অর্থ সম্পাদক নুরুল ইসলাম পাবেল, সহ পাঠাগার সম্পাদক জামিল আহমদ, সদস্য জাফর সরওয়ার ও শাহিদ আহমদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাকরিম আহমদ।