সিলেটশনিবার , ২ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ফররুখ শতবার্ষিকী কর্মসূচি’র উদ্বোধন

Ruhul Amin
জুন ২, ২০১৮ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে জাগরণের কবি ফররুখ আহমদের জন্ম শতবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি গতকাল শুক্রবার সিলেটে শুরু হয়েছে।
কবি ফররুখ জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদ সিলেট-এর উদ্যোগে দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে শুক্রবার বেলা ২টায় র‌্যালির উদ্বোধন করেন প্রখ্যাত ভাষাসৈনিক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি ও পরিষদের আহবায়ক অধ্যক্ষ মাসউদ খান।
পরিষদের র‌্যালি উপ-কমিটির আহবায়ক সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ বশিরুদ্দিনের সভাপতিত্বে এবং কেমুসাস-এর সহ সভাপতি সেলিম আউয়াল ও র‌্যালি উপ-কমিটির সদস্য সচিব ও শাবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মাসউদ খান বলেন, চেতনার কবি মানবতার কবি ফররুখের সাহিত্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ফররুখের সাহিত্য যতই চর্চা করবো, আমরা সমৃদ্ধ হবো।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন স্কলার্স হোম-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.), কেমুসাস-এর সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, প্রবীণ সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর, মৌলভীবাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) প্রফেসর সয়ফুল কবির চৌধুরী, কেমুসাস-এর সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, ভাষাসৈনিক মতিন উদদীন চৌধুরী জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, দৈনিক জালালাবাদ-এর নির্বাহী সম্পাদক আবদুল কাদের তাপাদার, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, কবি ডা. মাশুকুর রহমান, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, কেমুসাস-এর কোষাধ্যক্ষ এডভোকেট আবদুস সাদেক লিপন, মাসিক আল ইসলাহ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, কবি বাসিত ইবনে হাবীব, কবি নাজমুল আনসারী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, কলামিস্ট আবু মালিহা, অধ্যাপক জুন্নুরাইন চৌধুরী, লেখক এম. শহীদুজ্জামান চৌধুরী, এডভোকেট জুনেদ আহমদ, প্রাবন্ধিক আহমদ হোসাইন, গীতিকার মতিউর রহমান খালেদ, ছড়াকার কামরুল আলম, ছড়াকার নাজমুল হক চৌধুরী, সাংবাদিক লুৎফুর রহমান তোফায়েল, শিল্পী সুলায়মান আল মাহমুদ, গল্পকার মিনহাজ ফয়সল, কবি তাসনিম জায়েদ, শিশু সংগঠক আবরার নাফি প্রমুখ। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কবি ফররুখের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে গৃহিত মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৯ জুন শনিবার কেমুসাস সাহিত্য আসর কক্ষে বেলা ১১টায় কুইজ প্রতিযোগিতা ও বেলা সাড়ে ১১টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ১০ জুন রোববার কবি ফররুখের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার এবং ৩০জুন শনিবার বেলা ৩টায় শহিদ সোলেমান হলে ফররুখ স্মরণে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মাসব্যাপী কর্মসূচির সমাপনী সভা।