সিলেটমঙ্গলবার , ১২ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাদক মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Ruhul Amin
জুন ১২, ২০১৮ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটে মাদক মামলায় রায়ে ২ জনের মৃত্যুদণ্ড প্রদান করেছন আদালত। উভয় আসামীকে আরও ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। সোমবার (১১ জুন) দুপুরে এ আদেশ প্রদান করেন সিলেট মহানগর দায়রা জজ মুজিবুর রহমান ভূঁইয়া। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পিপি মফুর আলী।

দন্ডপ্রাপ্তরা হলেন, বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া-উত্তরভাগ গ্রামের তমছির আলীর পুত্র পারভেজ আলম সুজন (২৬) ও রাজ্জাকপুর গ্রামের মুহিব আলীর পুত্র হোসেন আহমদ মানিক (৫১)। এরমধ্যে হোসেন আহমদ মানিক জামিনে যাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

মামলার নথিসূত্রে মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চসহকারী নজরুল ইসলাম জানান, আসামীরা দেশী-বিদেশী মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। ২০১৪ সালের ২০ মে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। এরপর তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলাদায়ের (নং-১৯৮৫/১৬) করা হয়।

দীর্ঘ শুনানী শেষে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া উভয় আসামীকে মৃত্যুদন্ডাদেশের পাশাপাশি আরও ১ লাখ টাকা করে জরিমানার দন্ডাদেশ ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট মফুর আলী।