সিলেটশুক্রবার , ৬ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দাওরায়ে হাদীসের ফল প্রকাশ: ছাত্রদের পাশের হার ৭৬.০০, ছাত্রীদের পাশের হার ৬৬.৮৩ শতাংশ

Ruhul Amin
জুলাই ৬, ২০১৮ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: কওমী মাদ্রাসা শিক্ষার দাওরায়ে হাদীস-এর শিক্ষা নিয়ন্ত্রণকারী বেফাকসহ দেশের কওমী মাদ্রাসা বোর্ডসমূহের সম্মিলিত বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের গড় হার ৭৩.৩৪। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৭৬.০০ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৬৬.৮৩ শতাংশ।
বৃস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণা করেন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর কো চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী। এ সময় বোর্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মুফতী ইসমাইল বরিশালী, মুফতি মুহাম্মাদ আলী, মুফতী আবুল কালাম, মাওলানা আব্দুল বছীর,মুফতি ইনআমুল হক, ওসিউর রহমান প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈল বোর্ডের কো চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলীর হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফলপত্র তুলে দেন।

পুরুষদের মধ্যে মুমতাজ বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৭১৫ জন, জায়্যিদ জিদ্দান ৩,৫০৭ জন, জায়্যিদ ৫,৫৮৬, মকবুল ৪,৭২৬। পরীক্ষায় কৃতকার্য হতে ব্যর্থ হয়েছেন ৪,৮৮৬ জন শিক্ষার্থী। এছাড়া অনুপস্থিত ছিলেন ৯৩১ জন, স্থগিত ৩৮৩ জনের পরীক্ষা।

পুরুষদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থানে রয়েছেন যৌথভাবে বগুড়ার জামিল মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ শামসুল হক ও রাজধানীর জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার খলিল আহমদ নাদিম। ২য় স্থান অধিকার করেছেন যৌথভবে ২ জন, কিশোরগঞ্জ জেলার জামিয়া নুরানিয়া তারাপাশা মাদরাসার নাসিরুদ্দীন ও জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রামের মুহাম্মদ খুবাইব রাজি। মেধা তালিকায় যৌথভাবে ৩য় স্থান অধিকার করেছেন জামিয়াতুল উলূমুল ইসলাম মোহাম্মদপুর ঢাকার জিহাদুল ইসলাম ও জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাম্মদ আয়াতুল্লাহ।

নারী শিক্ষার্থীদের মধ্যে এ বছর মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছেন মাহমুদিয়া মহিলা মাদরাসা ডেমরা ঢাকার মুনজিয়া ইসলাম। ২য় স্থান অধিকার করেছেন আয়েশা সিদ্দিকা দত্তপাড়া নরসিংদীর শামিমা। যৌথভাবে ৩য় স্থান অধিকার করেছেন আল হুদা মহিলা মাদরাসা চট্টগ্রামের রহিমা, আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, ঢালকা নগর ঢাকা’র হাফসা সুলতানা এবং একই মাদরাসার শিক্ষার্থী ফাহিমা মোসাররাত।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ২০১৮ সম্মিলিত কওমি শিক্ষা কমিশন আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর অধীনে অভিন্ন প্রশ্নপত্রে সারা দেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের ২য় কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৬টি কওমি শিক্ষাবোর্ডের ১,০৩৮টি মাদরাসা থেকে ১৪,৭৪৭ জন ছাত্র ও ৬,০০১ জন ছাত্রী ২২৩টি কেন্দ্রে দাওরায়ে হাদীসের পরীক্ষায় অংশগ্রহণ করে।
যেভাবে ফল জানতে পারবেন-

হাইআতুল উলয়া’র নিজস্ব ওয়েবসাইটে (http://al-haiatululia.com) ফলাফল পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যেকোনো নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।