সিলেটমঙ্গলবার , ১৭ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামিয়া আঙ্গুরা মুহাম্মদপুরে আল হিলাল ছাত্র সংসদের কমিটি গঠন

Ruhul Amin
জুলাই ১৭, ২০১৮ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল ইমরান চৌধুরী,সিলেট রির্পোট : সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ‘আল-হিলাল ছাত্র সংসদ’ এর ২০১৮-১৯ ইংরেজী শিক্ষাবর্ষের কমিটি গঠন করা হয়েছে । আজ ১৭ জুলাই ২০১৮ ইংরেজী রোজ মঙ্গলবার কমিটির বর্তমান সভাপতি মাওলানা আব্দুল হাফিযএর সভাপতিত্বে ও সহ- সভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান’র সঞ্চালনায় জামিয়া দ্বারে কাদীম মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদ্বারায় তালিম বাংলাদেশের মুহতারাম সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন । বক্তব্য রাখেন মহিলা দ্বীনি শিক্ষাবোর্ড বাংলাদেশ এর চেয়ারম্যান জামিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি মুজিবুর রহমান , আল-হিলাল ছাত্র সংসদের সভাপতি মাওলানা আব্দুল হাফিয , মাওলানা সাজিদুর রাহমান সাজিদ , মাওলানা আব্দুল খালিক ক্বাসিমী , মাওলানা ইকবাল হুসাইন নগরী । উপস্থিত ছিলেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা মাহমুদুর রাহমান , মুফতি সালেহ আহমদ সালিক , মাওলানা ইয়াকুব আলী , মুফতি মাহফুজ আহমদ ক্বাসিমী , মুফতি আবু ইউসুফ , মুফতি জসিম উদ্দিন , মাওলানা আব্দুল কাদীর , মাওলানা জফির উদ্দিন , মাওলানা ইয়াহয়া বিন আসআদ , হাফিজ ফরহাদ আহমদ , মাওলানা আলী আহমদ ক্বাসিমী , মাওলানা শামীম আহমদ ক্বাসিমী সহ শিক্ষক ও ছাত্রবৃন্দ। এতে জামিয়া সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হাফিয শমসেরনগরী কে পূনরায় সভাপতি ও তাকমিল ফিল হাদিসের ছাত্র হাফিয আব্দুল আহাদ রাহিনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় । কমিটির অন্যান্য সদস্যগণ হলেন সিনিয়র সহ- সভাপতি মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ, সহ-সভাপতি মাওলানা বিলাল আহমদ ইমরান , মাওলানা আবু ইউসুফ নয়াগ্রামি । যুগ্ম-সম্পাদক – আব্দুল হাসিব , সহ – সাধারণ সম্পাদক – হাফিজ আব্দুল ফাত্তাহ , হাফিজ আব্দুল আযিয , প্রকাশনা সম্পাদক – যায়েদ আল হাফিজ , পাঠাগার সম্পাদক, আব্দুল কাইয়্যাুম প্রমুখ । সর্বশেষ নির্বহী মুহতামিন মাওলানা ফারুক আহমদ সাহেবের দোয়ার মধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।