সিলেটশুক্রবার , ২০ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন

Ruhul Amin
জুলাই ২০, ২০১৮ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

বশির আহমদ,সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল গতকাল ১৯ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা সদরের ১নং ইউপি মিলনায়তনে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ইউপি থেকে আগত কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শায়খ, মাও. মুখলিছুর রহমানকে সভাপতি, শায়খ, মাও. ইকবাল হুসাইনকে সেক্রেটারী ও মুফতী আমীর আহমদকে সাংগঠনিক মনোনীত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ গঠনতন্ত্রের আলোকে নতুন দায়িত্বশীলদেরকে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি করারও নির্দেশনা প্রদান করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, শাইখুল হাদিস, আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী দা.বা.। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
যুগে যুগে ইসলাম ও দেশের উপরে আগত সকল ষড়যন্ত্র মোকাবেলা ও প্রতিহত করতে জমিয়ত নেতাদের বীরত্বগাথা ইতিহাস অবস্মরণিয়। জমিয়তের রাজনৈতিক সফলতাও ঐতিহাসিক। ঐতিহাসিক সফলতার ধারাবাহিকতা রক্ষা করে জমিয়তের আদর্শ ও দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌছাতে হবে। আহ্বায়ক মাও. শাইখ, মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব, মুফতী আমীর আহমদ, উপজেলা যুব জমিয়ত সেক্রেটারী মাও. বশীর আহমদ ও ছাত্র জমিয়ত সভাপতি মাও. ইমরান আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সহ-সভাপতিদ্বয়, শাইখুল হাদিস, আল্লামা আব্দুর রব ইউসূফী ও শাইখুল হাদিস, আল্লামা উবাইদুল্লাহ ফারুক, হবিগঞ্জ জেলা জমিয়ত সেক্রেটারী মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরী। আরো বক্তব্য রাখেন, জেলা জমিয়ত সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল মান্নান, মাও. আব্দুল জলিল ইউসূফী, দারুল কোরআনের ছানী শাইখুল হাদিস, মাও. হাবিবুর রহমান, মাও. মুজিবুর রহমান যশকেশরী, মাও. শায়খ সিরাজুল ইসলাম, শাইখুুল হাদিস, মাও. সাজ্জাদুর রহমান, কেন্দ্রীয় যুব জমিয়ত নেতা, মুফতী আল আমীন ক্বাসেমী, মাও. আলা উদ্দিন, হাফেজ মাও. মুবাশ্বীর আহমদ, মাও. আজিজুর রহমান, মাও. মুজ্জাম্মিল হক, যুব জমিয়ত সভাপতি, হাফেজ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, হাফেজ সুহাইল আহমদ, সাবেক ছাত্র জমিয়ত সভাপতি, হাফেজ মাও. সাইফুর রহমান, সেক্রেটারী, হাফেজ, মাও. তাওহিদুল ইসলাম, মাও. জমীর আলী, ছাত্র জমিয়ত সেক্রেটারী হাফেজ এনামুল হক, মাও. আব্দুল ওয়াদুদ, মাও. শফিকুর রহমান ধন মিয়া প্রমুখ। পরে দেশ-জাতির কল্যান কামনা করে আল্লামা হবিগঞ্জী মুনাজাত করেন।