সিলেটবৃহস্পতিবার , ২৬ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আল খলীল কুরআনর ৮ম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

Ruhul Amin
জুলাই ২৬, ২০১৮ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  কুতবে দাওরান হযরত শায়খে বরুণী রহ.’র দু’আর ফসল আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশের ৮ম কেন্দ্রীয় পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ ২৫ জুলাই ২০১৮ ইং রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় আল খলীল বোর্ডের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠানের মাধ্যমে বোর্ডের সহ সভাপতি মাওলানা রশীদ আহমদ হামিদীর হাতে ফলাফলের কপি তুলে দেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী আব্দুল গফুর ও মাওলানা জাবেদ আহমদ।
মাওলানা রশীদ আহমদ হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে আজ এ ফল ঘোষণা করা হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মাওলানা সাইফুর রহমান, মুফতী হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা আদনান আলম হামিদী, হাফিজ মাওলানা শফিউল আলম, হাফিজ মাওলানা মিসবাহুদ্দীন যুবায়ের, মুফতী নূর উদ্দীন মুহাম্মদ ইয়াহইয়া, হাফিজ মাওলানা আব্দুল বাসিত আরিফ, মাওলানা মঞ্জুর আশরাফী, মাওলানা আনহারুদ্দীন প্রমুখ।
পবিত্র মাহে রমাযানে দেশব্যাপী পরিচালিত প্রায় সাড়ে আটশ’ কেন্দ্রসমূহের মধ্য হতে কেন্দ্রীয় পরীক্ষায় সনদ জামাতে ৭১১ জন ছাত্র/ছাত্রী ফী দাখিল করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০০ জন।
এতে ৪৬ জন ‘মুমতাজ’ (স্টার মার্ক), ২০৭ জন প্রথম বিভাগ সহ মোট উত্তীর্ণ হয় ৬৩২ জন। এবছর পাশের হার দাঁড়ায় ৯০.২৮% যা গত বছরের থেকে ২.৪৫% এগিয়ে।
খামিছ জামাতে এবছর মোট পরীক্ষার্থী ছিল ১১৭৫ জন। এতে ৬১টা ‘মুমতাজ’সহ উত্তীর্ণ হয় মোট ৭৭৬ জন যা গত বছর থেকে প্রায় ১০% কম। দেশের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এমনটা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এবছর সনদ জামাতে সম্মিলিত মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেছে মুহা. আতাউর রহমান, জামিয়া লুৎফিয়া হামিদনগর বরুণা।
২য় স্থান অর্জন করেছে উম্মে হাবিবা, জামিয়া শারইয়্যাহ মাদানীনগর তেতৈয়া, হবিগঞ্জ।
৩য় স্থানে রয়েছে তাহমিনা আখতার, হেফাজতে ইসলাম মহিলা মাদরাসা, হামিদনগর বরুণা।
খামিছ জামাতে সম্মিলিত মেধাতালিকায় রয়েছে যথাক্রমে রুহিনা আক্তার, হেফাজতে ইসলাম মহিলা মাদ্রাসা, হামিদ নগর, বরুণা, শ্রীমঙ্গল;
তোফায়েল আহমদ, জামেয়া হুসাইনিয়া বৈঠাখাল, নবীগঞ্জ;
নার্গিস আক্তার, শামছুন নাহার দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা হবিগঞ্জ।
[বিস্তারিত জানতে যোগাযোগ-
পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ
আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ, হামিদনগর বরুণা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। মোবাইল- +8801776088331]
এছাড়াও পিডিএফ ফাইল থেকে ফলাফল জানতে পারবেন।
পিডিএফ লিংক:
সনদ- https://drive.google.com/…/14maX5sxCxad9jUuf_mW6W-ZoS…/view…
খামিস- https://drive.google.com/…/1Cg9V7M2Js12cGmGWHoR8AJUTc…/view…