সিলেটরবিবার , ২৯ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শেষ দিনের প্রচারণায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন !

Ruhul Amin
জুলাই ২৯, ২০১৮ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে আছেন আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী। আর ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে আছেন ১২৬ জন প্রার্থী। এ ছাড়া, ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থী ৬৩ জন।

শেষ দিনের প্রচারণায় প্রার্থীদের সমর্থকেরা কিছু কিছু ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করেন। তারা মিছিল ও পাঁচ ফুটের বড় প্রতীক নিয়ে মিছিল করেন,যা আচরণবিধির লঙ্ঘন। প্রচারের শেষ দিন নগরীর বিভিন্ন এলাকায় মিছিল-শোডাউন ও গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী, নাগরিক ফোরামের ব্যনারে স্বতন্ত্র পদে টেবিল ঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী নগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিপিবি-বাসদ মনোনীত মই প্রতীকের প্রার্থী আবু জাফর ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল থেকেই মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণায় মাঠে নামেন। এতে চিরচেনা এ শহরের চিত্র পাল্টে যায়। প্রার্থীদের প্রতীক হাতে সমর্থকদের স্লোগান মুখর খণ্ড খণ্ড মিছিলে উৎসবমুখর হয়ে উঠে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই বিভাগীয় শহর।

শনিবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান। রাতে নগরীর ক্বিনব্রীজের পাশের সারদা হলের সামনে নির্বাচনী শেষ জনসভা করেন তিনি।

কামরান বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে সিলেটে রাজনীতি করছি। শাসক হিসেবে নয়, সেবক হিসেবেই নগরবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও সুখে-দুঃখে জনগণের পাশে থাকব। যেখানেই যাচ্ছি নৌকা প্রতীকের জয়গান শুনেছি। মানুষ নৌকা প্রতীককে বিজয়ী করতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছেন। আশা করি অতীতের মতো এবারও এই পুণ্যভূমিতে নৌকার বিজয় পতাকা উড়বে।’’

একইভাবে বিকাল সাড়ে ৫টার দিকে পূর্ব জিন্দাবাজার এলাকায় বৃষ্টিতে ভিজে জিপ থেকে হাত নাড়িয়ে গণসংযোগ করতে দেখা যায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে। এর আগে বিকেল তিনটায় নগরীর কাজিটুলাস্থ মিতা কমিউনিটি সেন্টারে প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে শেষ জনসভা করেন তিনি। এছাড়া দিনভর নগরীর নগরীর বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগও করেন আরিফ।

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। জনগণের রায় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে সরকার ও প্রশাসন। প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা সিলেটে অবস্থান করে পুরো পরিস্থিতিকে ভিন্ন মোড় দেওয়ার চেষ্টা করছেন। নিজেরা হামলার ঘটনা ঘটিয়ে আমার নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’’

এছাড়া বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে শেষ নির্বাচনী জনসভা করেন নাগরিক ফোরামের প্রার্থী নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি স্মার্ট, সবুজ সিটি গড়তে টেবিল ঘড়ি প্রতীকে ভোট চান নগরবাসীর কাছে।

সিলেট সিটি নির্বাচনে ছয় মেয়র প্রার্থী ছাড়াও ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১২৬ জন ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৬৩ জন নারী কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ দিনের তারাও পাল্লা দিয়ে প্রচারণায় নেমেছেন।