সিলেটসোমবার , ৩০ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানের বিরুদ্ধে জমিয়তসহ একাট্টা বড় দুই দল

Ruhul Amin
জুলাই ৩০, ২০১৮ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জমিয়েতে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানকে পার্লামেন্ট বয়কটের (কঠোর) সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে পিপিপি নেতারা ।  সম্মিলিত ভাবে আন্দোলন করার জন্য তার সাথে বৈঠক করা হয়েছে। পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে একাট্টা হতে যাচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ(পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি(পিপিপি)। পার্লামেন্টে ইমরানের সরকারের বিরুদ্ধে সব মতভেদ ভুলে সহাবস্থানের সিদ্ধান্তে পৌছেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় দল দু’টি। দল দুটির পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে সমন্বিত যৌথ কৌশল নিয়ে অবস্থান নেবে তারা।

২৫ জুলাইয়ের নির্বাচনের পর রোববার দুই দলের শীর্ষ নেতাদের প্রথম বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়েছে। সাবেক দুই প্রধানমন্ত্রী বর্তমানে কারাগারে থাকা নওয়াজ শরিফ ও বোমা হামলায় নিহত বেনজির ভুট্টোর দলের ঐক্যের ফলে ইমরান খানের দল বেকায়দায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে পার্লামেন্টের সাবেক স্পিকার সরদার আয়াজ সাদিকের বাসভবনে। রোববারের বৈঠকে দুই দলের সম্পর্কের দীর্ঘদিনের অচলাবস্থার অবসনা হয়েছে এমন আভাস দিয়ে পিএমএল-এনের নেতা মুশাহিদ হোসাইন সাইয়েদ বলেন, ‘এটি ছিলো বরফ গলা বৈঠক। আন্তরিক পরিবেশে অত্যন্ত সুন্দর একটি বৈঠক হয়েছে।’ এই নেতা আরো বলেন, ২৫ জুলাইয়ের নির্বাচনের ফলাফল ছিনতাই হয়েছে সে ব্যাপারে দুই দল একমত।

এই মুসলিম লিগ নেতা আরো বলেন, এই নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রত্যাখান করতে হবে এ বিষয়ে দুই দলের মতো কোন মতভেদ নেই। বিজয়ীরা সরকার গঠন করলে তাদের বিরুদ্ধে সমন্বিত যৌথ কৌলশ গ্রহণ করার বিষয়েও একমত হয়েছি আমরা। পার্লামেন্টে ইমরান খানের পিটিআই সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলার সিদ্ধান্ত হয়েছে।

মুশাহিদ হোসাইন আরো জানিয়েছেন, সোমবার দুই দলের শীর্ষ নেতাদের আবারো বৈঠকে বসার কথা রয়েছে। রোববারের বৈঠকে পিএমএল-এন নেতারা পিপিপির নেতাদের কাছে জানতে চেয়েছেন ইসলামপন্থী দলগুলোর জোট পার্লামেন্ট বয়কটের যে প্রস্তাব দিয়েছে সে বিষয়ে তাদের মত কী। তবে পিপিপি নেতারা জানিয়েছেন, পার্লামেন্ট বর্জন করাকে তারা সমর্থন করেন না।

পরে পিপিপি নেতারা জমিয়েতে উলামাই-ই ইসলাম দলের প্রধান মাওলানা ফজলুর রহমানের সাথে বৈঠক করেন। বৈঠকে তারা দলটিকে পার্লামেন্ট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

দেশের স্বাধীনতা দিবস ১৪ ই আগস্ট৷ তা আগেই প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন ইমরান খান৷ এমনই ঘোষণা করল তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ৷ দলের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাধীনতা দিবসের অনেক আগেই তারা নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে৷ এবং তারপরেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান৷

সেই লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে পিটিআই৷ বিভিন্ন ছোট ছোট দল ও নির্দল প্রার্থীদের কাছে যেতে শুরু করেছেন দলের প্রতিনিধিরা৷ কারণ জাতীয় পরিষদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয় পেলেও, সরকার গঠন করতে জোট করতে হবে তাদের। পিটিআই চাইছে শপথ গ্রহণ অনুষ্ঠান যেন স্বাধীনতা দিবসের আগেই হয়ে যায়৷

২৫ জুলাই জাতীয় নির্বাচনে এই দল সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করে৷ তবে তা সত্ত্বেও এককভাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন পায়নি তারা৷ এককভাবে সরকার গঠন করতে প্রয়োজন কমপক্ষে ১৭২টি আসন। কিন্তু ইমরান খানের দল পেয়েছে ১১৫টি আসন। ফলে বাকি আসনগুলোর জন্য তাকে ছোট ছোট দলের কাছে সমর্থন চাইতে হচ্ছে তাদের৷

পিটিআই নেতা নাইনুল হক মিডিয়াকে শনিবার বলেন, সরকার গঠনের জন্য তাদের যে কয়েকটি আসন বাকি আছে তা পূরণ করতে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা প্রায় শেষ। প্রতিটি আলোচনাই ইতিবাচক হয়েছে৷ ফলে প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথ গ্রহণ এখন শুধু সময়ের অপেক্ষা৷

অন্যদিকে, ইমরান খানকে রুখতে পরিকল্পনা করছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি৷ তারা একত্রে একটি বৈঠক করতে পারে৷ এই দুই দল জোট করে নিলে, ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা স্বপ্ন থেকে যাবে৷

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, পিপিপি নেতা সইদ খুরশিদ শাহ রোববারই ইসলামাবাদে পিএমএল-নওয়াজ নেতা শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন৷ দুই দলের জোট নিয়ে কথা হতে পারে তাদের মধ্যে৷ পিএমএল-এন পেয়েছে ৬৪টি আসন ও পিপিপি পেয়েছে ৪৩টি আসন৷ তবে সব মিলিয়েও পিটিআইয়ের প্রাপ্ত আসন সংখ্যা ছাড়াতে পারবে না এই দুই দল৷

এর মধ্যে একাধিক আসন থেকে দাঁড়ানো একই ব্যক্তিকে একটি আসন রেখে বাকিগুলো ছেড়ে দিতে হবে বলে জানানো হয়েছে৷ ইমরান খান নিজেই পাঁচটি আসনে জিতেছেন৷ ফলে নিয়ম অনুযায়ী তাকে একটি রেখে বাকি চারটি আসন ছেড়ে দিতে হবে৷