সিলেট ২৪শে জুন, ২০২২ ইং | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮
সিলেট রিপোর্টঃ সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৩২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে থাকা বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী তার স্ত্রী ও কন্যাকে নিয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় গেছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কামরানের ছড়ারপারস্থ বাসায় যান আরিফুল হক। এসময় তার সাথে ফুল ও মিষ্টির প্যাকেট ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
কামরান ও তার পরিবারের সাথে কুশল বিনিময় করেন আরিফুল হক ও তার পরিবারের সদস্যরা।
সুত্র মতে, আরিফুল হকের সাথে ছিলেন তার স্ত্রী শ্যামা হক ও মেয়ে সায়িকা তাবাসসুম চৌধুরী।
সোমবার সিলেট সিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ১৩৪টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ১৩২ কেন্দ্রের ফলাফলে আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন।
আরিফুল হক পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট আর বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। অর্থাৎ ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন আরিফুল হক। আর স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোটের সংখ্যা ৪ হাজার ৭৮৭ ভোট।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com