সিলেটবুধবার , ১ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পদ-পদবী নয়, আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হোন: খসরু

Ruhul Amin
আগস্ট ১, ২০১৮ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: পদ-পদবীর কথা বাদ দিয়ে আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, মুুক্ত হওয়ার জন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে। একজন বলেছেন পদ-পদবীর কথা। এসবের কথা বলার এখন সময় না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, পদ-পদবী নিয়ে এখন মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমরা যদি মুক্ত হতে না পারি আপনার পদ-পদবীর কোনো মূল নেই।

খালেদা জিয়ার সুচিকিৎসা, তারেক রহমানের মামলা প্রত্যাহার ও মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হকের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ফেনী জাতীয়তাবাদী ছাত্র-যুব ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, আমি বলবÑ মূল্যায়নের কথাটা ভুলে যান। শেখ হাসিনা সরকারকে বিদায় করা পর্যন্ত মূল্যায়নের কথাটা ভুলে যাবেনÑ ঠিক আছে। আগে মুক্ত হোন, নিজেকে মুক্ত করেন, সমাজকে মুক্ত করেন, দেশকে মুক্ত করেন। আমীর খসরু বলেন, আমি জানি অনেকে অনেক ত্যাগের পরও হয়তো তার মূল্যায়ন হননি। আমি ব্যক্তিগতভাবে সাক্ষী আছি মূল্যায়ন হয়নি। তার অর্থ যদি এটা হয়, আমার মূল্যায়ন না হওয়ার কারণে আমি পিছে হটে যাবো। আর আজকে একটি স্বৈরাচার সরকার, অত্যাচারী সরকার তার স্টিমরোলার চালিয়ে যাবে আর আমি বসে বসে পর্যবেক্ষন করবো। এটা হয় না। কোটা সংস্কার আন্দোলনের নেতা আরিফুল ইসলামের লাশ বুড়িগঙ্গা নদীতে পাওয়া যাওয়ার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, আরিফুলকে হত্যা করা হয়েছে। সে কোনো রাজনীতি করতো না। কেউ ওখান থেকে বাঁচতে পারবে না। আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আমাদেরকে দেশনেত্রীকে মুক্ত করতে হবেÑ এজন্য আন্দোলনের প্রস্তুতি নিন। আমি বলতে দিতে চাই, দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি আগামী দিনে ক্ষমতায় যাবে। সংগঠনের সমন্বয়ক ওমর ফারুক ডালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা রেহানা আক্তার রানু, আবদুল ওয়াদুদ ভূঁঁইয়া, বিএফইউজে একাংশের মহাসচিব এম আবদুল্লাহ বক্তব্য দেন।