সিলেটবৃহস্পতিবার , ২ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পৃষ্টে কানাইঘাটে বৃদ্ধার মৃত্যু

Ruhul Amin
আগস্ট ২, ২০১৮ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওয়ারুন নেছা নামের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাণীগ্রাম ইউপি’র দক্ষিণ বড়দেশ গ্রামের মৃত মতসিন আলীর স্ত্রী।

বুধবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় বাড়ির আঙ্গিনার সবজি বাগানে আমের চারা রোপন করছিলেন হাওয়ারুন নেছা। সবজি বাগানের উপর দিয়ে তাদের বসত ঘর থেকে পাশের দোকানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের একটি ঝুলন্ত লাইন ছিল। বয়সের ভারে নুয়ে পড়া হাওয়ারুন নেছা তা লক্ষ্য না করে কোদাল দিয়ে গর্ত তৈরীর সময় ঝুলন্ত বিদ্যুৎ লাইনে লেগে তা ছিড়ে তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরন করেন। পরে বাড়ির লোকজন তার মৃত দেহ উদ্ধার করেন।

জানা যায়, বাড়ির লোকজন সম্পূর্ণ অবৈধভাবে দোকানসহ বিভিন্ন স্থানে ঝুকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। এমনকি তাদের বাড়ি থেকে পাশের শামীম কিল্ডার গার্ডেন স্কুলেও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং তা মাটি থেকে মাত্র কয়েক ফুট উপরে। এ অবস্থায় কোমলমতি শিশুরা ঝুকি নিয়ে স্কুলে যাতায়াত করছেন।

এ ব্যাপারে সিলেট পল্লিবিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট জোনাল অফিসের ডেপুটি জেনালের ম্যানেজারের সাথে কথা হলে তিনি জানান, সেখান অবৈধ লাইন থাকলে তা বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।