সিলেটসোমবার , ৬ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র-ছাত্রীদের উপর বর্বরোচিত হামলা বন্ধ করুন : ইউকে জমিয়ত

Ruhul Amin
আগস্ট ৬, ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ ও সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ এক বিবৃতিতে বাস চাপায় দুই জন ছাত্র- ছাত্রী নিহত এবং আরো ছাত্র-ছাত্রী আহত হওয়া কে কেন্দ্র করে নিরাপদ সড়কের দাবীতে গত কয়েকদিন যাবত আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ৯দফা দাবীকে সমর্থন জানিয়ে তাদের এই নায্য দাবী গুলো মেনে নিয়ে তা বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং বিভিন্ন জাগায় আন্দোলন রত কোমলমতি ছাত্র -ছাত্রীদের উপর প্রশাষনের ছত্র ছায়ায় সন্ত্রাসি হামলা মামলা ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই বর্বরোচিত পাশবিক নির্যাতন ও হত্যা বন্ধের জোর দাবী জানান ।

নেতৃবৃন্দ আরো বলেন, সরকারের প্রতি আমাদের অনুরোধ, শিক্ষনিয় শান্তিপূর্ণ এই আন্দোলনের উপর বর্বরোচিত পাশবিক হামলা নির্যাতন ও হত্যা বন্ধ করুন। রাজপথ, সড়ক, মহাসড়ক থেকে গুণ্ডা-পাণ্ডা, র‌্যাব ও দাঙ্গা পুলিশ তুলে নিন। নেতৃবৃন্দ রাজপথে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠা চলমান আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করেন এবং দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান এবং সর্বস্তরের দেশ প্রেমিক জনগণকে এই জালিমদের হাত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ কে রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।