সিলেটশনিবার , ১১ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, আহত ৩০

Ruhul Amin
আগস্ট ১১, ২০১৮ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ হলেন, আয়নাল (৬৫), মরিয়ম (৬০), নুরুজ্জামান (৫৮), মহিতুন (৫০), জোহরা (৫০), মজিদ (৫০), ওবায়দুল্লা (৫০), ইসমাইল (৫৫), রহিমা (৩০), আবুল হোসেন (৪৫), জলিল (৫৫), সফুর (৪০), রিপন (২০), আমিরুন (৮০) ও জালাল (৭০)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও আহতরা জানান, সকালে জেলার আখাউড়া উপজেলার খড়মপুর কেল্লা শাহ’র মাজারের ওরস থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিরছিল বাসটি। পথিমধ্যে বিয়াল্লিশর এলাকায় চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থানা অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই ইশতিয়াক আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।