সিলেটরবিবার , ১২ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাজুর স্বজনদের মেয়র আরিফের সমবেদনা

Ruhul Amin
আগস্ট ১২, ২০১৮ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:নগরীর কুমারপাড়ায় নিহত ছাত্রদল কর্মী ফয়জুর রহমান রাজুর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে ওসমানী হাসপাতালে তিনি রাজুর স্বজনদের সমবেদনা জানান। এ সময় আরিফুল হক চৌধুরীও কান্নায় ভেঙ্গে পড়েন।
মেয়র আরিফ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা এডভোকেট সামসুজ্জামান জামান, জেলা বিএনপি নেতা মইনুদ্দিন সোহেল, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্দুর রকিব বাবলু, সাবেক ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন।প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদলের বিদ্রোহী পক্ষের একটি দল মিছিল সহকারে ওসমানী হাসপাতালে আসে। মিছিলে তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফয়জুল হক রাজু সিলেট ল’ কলেজের শিক্ষার্থী ছিলেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামের ফজর আলীর ছেলে রাজু থাকতেন সিলেট নগরীর উপশহরে তার চাচা জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দবীর আলীর বাসায়।
গত শনিবার রাত সোয়া ৯টায় কুমারপাড়ায় ছাত্রদলের আব্দুর রকিব চৌধুরী গ্রুপের হামলায় রাজু আহত হন। রাত সাড়ে ১০টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু।