সিলেটমঙ্গলবার , ১৪ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শায়খে বারকুটি ও মাওলানা বদিউজ্জামান স্মরণে যুক্তরাজ্যে খেলাফত মজলিসের দুআ মাহফিল

Ruhul Amin
আগস্ট ১৪, ২০১৮ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বিশিষ্ট আলেমে দ্বীন,আযাদ দ্বীনি এদারা শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি শায়খুল হাদীস আল্লামা হোসাইন আহমদ বারকোটী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা বদিউজ্জামান এর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার আলোচনা সভা ও দুআ মাহফিল গত ১২ আগস্ট রবিবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়।দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদ এর সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক শায়েখ মাওলানা নাজিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা যুবায়ের আহমদ আনসারী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সাধারন সম্পাদক মুফতি ছালেহ আহমদ,লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন,সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান,টাওয়ার হ্যামলেট শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন প্রমুখ।
দুআ মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান আল্লামা যুবায়ের আহমদ আনসারী বলেছেন,আমরা সকলেই মরনশীল।একদিন সবাইকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে পর পারে।দুনিয়ার সমস্ত কাজের জবাব দিতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামীন এর দরবারে।আর দুনিয়ার মানুষ আমাদের ভালো কাজের জন্য শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।তিনি আরো বলেন,শায়খুল হাদীস আল্লামা হোসাইন আহমদ বারকোটী হুজুর সারা জীবন ইসলামী শিক্ষা ও আদর্শ মানুষ গড়ার জন্য কাজ করে গেছেন।তিনি আদর্শ মানুষ গড়ার কারিগর ছিলেন।তাহার ইন্তেকালে বিশাল এক শূন্যতা তৈরি হয়েছে যা কখনোই পূরণ হওয়ার নয়।
আল্লামা যুবায়ের আহমদ আনসারী মাওলানা বদিউজ্জামান এর জীবনী নিয়ে আলোচনা করতে যেয়ে বলেছেন,সারা জীবন আল্লাহ জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা জন্য কাজ করে গেছেন।তিনি ইসলামী আন্দোলনের ময়দানে নিবেদিত প্রাণ এক সংগঠক ছিলেন।তাহার সারা জীবন আন্দোলন ও সংগ্রামে অতিবাহিত হয়েছে।
পরিশেষে মরহুমদের দরজা বুলন্দির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীন দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা যুবায়ের আহমদ আনসারী।