সিলেটবুধবার , ১৫ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী পালিত হচ্ছে

Ruhul Amin
আগস্ট ১৫, ২০১৮ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বিনম্র শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী।

শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের উদ্যাগে র‌্যালি, সভা, খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

আজ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন ও শেণিপেশার হাজারো মানুষ। সকাল ১০টায় শুরু হয় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ,জেলা ও মহানগর শ্রমিকলীগ,মহানগর ছাত্রলীগ, জেলা ও মহানগর যুব মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এক শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

জাতীয় শোক দিবসে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে।