সিলেটবুধবার , ১৫ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেড় মাসের অবকাশকালীন ছুটিতে সুপ্রিমকোর্ট

Ruhul Amin
আগস্ট ১৫, ২০১৮ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার ১৬ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেড় মাসের অবকাশকালীন ছুটিতে যাচ্ছে সুপ্রিমকোর্ট।

এ সময় সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে শরৎকালীন অবকাশের কারণে সুপ্রিমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ইতোমধ্যে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন।

এছাড়াও সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়েছে। বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

আগামী ১ অক্টোবর সোমবার থেকে যথারীতি খুলবে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট। শুরু হবে নিয়মিত বিচার কার্যক্রম।

সুপ্রিমকোর্টের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন আপিল বিভাগে জরুরি মামলা বিষয়ে শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগের চেম্বার কোর্টে বিচার কার্যক্রম পরিচালনা করবে। প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নিয়েছেন।