সিলেটবৃহস্পতিবার , ১৬ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট কার্ডে ভুল, হতাশ মৌলভীবাজারবাসী

Ruhul Amin
আগস্ট ১৬, ২০১৮ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মৌলভীবাজারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করেছেন নাগরিকরা। অবশ্য কার্ড হাতে পেয়ে ফিরেছেন বিষাদগ্রস্ত হয়ে। কারণ কার্ডে মৌলভীবাজার নামটিই ভুল। ইংরেজিতে Moulvibazar বানানের স্থানে লেখা হয়েছে Maulvibazar। সচেতন নাগরিকদের কেউ কেউ তাৎক্ষনিক এই ভুল সংশোধনের প্রক্রিয়া জানতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে, এ ভুলের বিষয়ে তাদের কোনও ভূমিকা নেই। নাগরিক সমাজের পক্ষ থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।

গত বুধবার (৮আগস্ট) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার সকাল থেকে মাঠ পর্যায়ে স্মাট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। মৌলভীবাজার নির্বাচন কমিশন কার্যালয় জানিয়েছে, মৌলভীবাজার সদর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩০৭ জন। এদের মধ্যে ২ লাখ ২২ হাজার ৮৫২ জনের কার্ড এসেছে বিতরণের জন্য। স্মার্ট কার্ডে মৌলভীবাজার জেলার বানান Moulvibazar না হয়ে Maulvibazar হয়ে গেছে।’ একই কথা জানালেন স্মার্ট কার্ডের ভুল নিয়ে হতাশ আরেক নাগরিক সুমি বেগম।

মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা সাজ্জাদুর রহমান সাজ্জাদ মন্তব্য করেছেন, ‘কোটি কোটি টাকা দিয়ে স্মার্ট কার্ড বানানো হয়েছে। সেখানে এরকম ভুল থাকে কী করে? মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান বলেছেন, ‘আমরা স্মাট কার্ডে থাকা ভুলটি দেখেছি। উচ্চ মহলে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। তবে এ ভুলের জন্য আঞ্চলিক কার্যালয়ের কোনও দায় নেই।’