সিলেটবৃহস্পতিবার , ১৬ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত আহত ৮

Ruhul Amin
আগস্ট ১৬, ২০১৮ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাটের জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ফারুক আহমদ (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। বৃহস্পতিবার সকালে পৌরসভার বায়মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই গ্রামের মৃত আসদ রাজার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, ৩ বছর পূর্বে ফারুক আহমদ লন্ডন থেকে বাড়ীতে চলে আসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বায়মপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে ইসলাম উদ্দিন গংদের সাথে নিহত ফারুক আহমদ গংদের ফসলী জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। বৃহস্পতিবার সকালে ওই জমিতে ফারুক আহমদ গংরা ধানের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষ ইসলাম উদ্দিন গংরা বাধা প্রদান করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন ফারুক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ জানান, ‘নিহতের লাশ ময়না তদন্তে রয়েছে, তদন্ত পূর্বক অপরাধীদের আইনগত ব্যবস্থা গ্রহণ কর হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা কোন মামলা হয়নি বলেও জানান ওসি।