সিলেটশুক্রবার , ১৭ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজার থানা চত্বর থেকে ১৮টি বিষধর সাপ উদ্ধার

Ruhul Amin
আগস্ট ১৭, ২০১৮ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার থানা চত্বর থেকে ১৮টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাপুড়ে মো: বুরহান উদ্দিন জালালী এসব সাপ উদ্ধার করেন। উদ্ধার করা সাপের মধ্যে দুটি বড় গোখরা সাপও রয়েছে। সাপ উদ্ধারের পর থানার পুলিশ সদস্যগণ ও আশপাশ এলাকার লোকজনের আতংক অনেকটা কেটেছে।

বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সি জানান, প্রায় ১০/১২ দিন যাবৎ বিয়ানীবাজার থানা প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় সাপের ছোট ছোট প্রায় ১০টি বাচ্চা পাওয়া গিয়েছিল। ধারণা করা হয় যে, বিয়ানীবাজার থানা কম্পাউন্ড সহ আশেপাশের জঙ্গলে বিষধর সাপ রয়েছে এবং বিয়ানীবাজার থানা পুলিশ সদস্যগণ সহ আশপাশ এলাকার লোকজন বিষধর সাপের আতঙ্কে বসবাস করছিল। এ অবস্থায় ছাতক থেকে সাপুড়ে এনে এসব সাপ উদ্ধার করা হয়।