সিলেটশনিবার , ১৮ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অবিবাহিত বাজপেয়ীর কন্যার পরিচয় কী?

Ruhul Amin
আগস্ট ১৮, ২০১৮ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

যুগান্তর ডেস্ক: সদ্যপ্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বিয়ে না করলেও তার একটি কন্যাসন্তান রয়েছে। তার নাম নমিতা ভট্টাচার্য। বান্ধবী রাজকুমারী কৌলের মেয়ে নমিতাকে দত্তক নিয়েছিলেন বাজপেয়ী৷

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাজপেয়ীকে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি হেসে জবাব দিতেন- ব্যস্ততার কারণে বিয়ে করতে সময় পাননি তিনি৷

তার ঘনিষ্ঠদের মতে, তিনি সঙ্ঘের আদর্শে ব্রতী হওয়ায় বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷

তবে গোয়ালিয়রে কলেজে পড়াশোনা চলাকালীন তার পরিচয় হয় রাজকুমারী কৌলের সঙ্গে৷ তারা ঘনিষ্ঠ বন্ধু এবং সহপাঠী ছিলেন৷ নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন৷ কিন্তু জাত-পাতের গ্যাঁড়াকলের প্রভাব পড়ার কারণে সম্পর্ক আর পরিণতি লাভ করেনি৷

রাজকুমারী কৌল, এবং দত্তক কন্যা নমিতার সঙ্গেই থাকতেন অটল বিহারী বাজপেয়ী৷ গুঞ্জন ছিল, এই রাজকুমারী কৌলের সঙ্গেই নাকি বাজপেয়ীর গভীর সম্পর্ক ছিল, যদিও এই বিষয়ে কখনোই কেউ প্রকাশ্যে কিছু বলেননি৷

বাজপেয়ীর কন্যা নমিতা বা গুনু নামে পরিচিত৷ স্পটলাইট থেকে দূরে থাকার কারণে অনেকের কাছেই তার পরিচয় স্পষ্ট নয়৷ বাবা এবং স্বামী (রঞ্জন ভট্টাচার্য) রাজনীতি, ভোটের প্রচারকার্য ব্যস্ত থাকলেও পড়াশোনায় বরাবরই ভালো, মেধাবী নমিতা পরবর্তী সময়ে প্রাইমারি স্কুলে শিক্ষকতার কাজে নিযুক্ত হন৷

উল্লেখ্য, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অটল বিহারী বাজপেয়ী। ৯ সপ্তাহ ধরে এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি।