সিলেটশনিবার , ১৮ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য ঝুঁকির মুখে ব্রিটিশ সেনাবাহিনী

Ruhul Amin
আগস্ট ১৮, ২০১৮ ৪:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক :ব্রিটেনে ধারাবাহিক ভাবে কম্পিউটার ব্যবস্থার গলদের কারণে দেশটির সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিরা হুমকির মুখে পড়তে চলেছে। সামরিক স্বাস্থ্য স্থাপনাগুলোতে ধারাবাহিক কম্পিউটার সমস্যার কারণে রোগীদের ভুল ওষুধ দেয়ার মতো ঘটনা ঘটছে এবং জীবন রক্ষাকারী টিকা নেয়া থেকে রোগীরা বাদ পড়ে যাচ্ছ।

চিকিৎসকদের বরাত দিয়ে শুক্রবার এ খবর দিয়েছে টাইমস সাময়িকী। এতে বলা হয়েছে, আইটি ব্যবস্থার গলদের কারণে রোগীদের চিকিৎসা বিষয়ক কাগজপত্র অনেকে সময়ই দেখতে পান না সাধারণ চিকিৎসকরা।

ব্রিটেনের এক লাখ ৪৭ হাজার নিয়মিত সেনার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন প্রায় ৫০০ বেসামরিক এবং সামরিক চিকিৎসক। গত দু’বছর ধরে কম্পিউটার সমস্যায় ভুগছেন তারা। এর প্রতিকারের জন্য ব্যর্থ দেন-দরকার করে চলেছেন তারা।

এদিকে সাধারণ চিকিৎসকদের ব্যবহৃত আইটি ব্যবস্থায় কোনো গলদের কথা অস্বীকার করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা দাবি করেছে, গত দু’বছরে দেশটিতে ৪৮ লাখ চিকিৎসা তৎপরতা চালানো হয়েছে। এতে মাত্র ৫৩টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে।