সিলেটশনিবার , ১৮ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন নদ-নদীর ৭০ পয়েন্টে পানি হ্রাস

Ruhul Amin
আগস্ট ১৮, ২০১৮ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: দেশের বিভিন্ন নদ-নদীর ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৭০টি পয়েন্টের পানি হ্রাস ও ১৮টি বৃদ্ধি পেয়েছে।

শনিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ৪টি পয়েন্টে পানি সমতল অপরিবর্তিত রয়েছে এবং ২টি পয়েন্টের কোন তথ্য পাওয়া যায়নি। খবর বাসস’র

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্রহ্মপুত্র- যমুনা নদ-নদী সমূহের পানি সমতল স্থিতিশীল আছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং এ নদীর পানি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এ পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

মনু ও খোয়াই নদী ব্যতীত আপার মেঘনার অববাহিকার প্রধান নদী সমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এই অববাহিকায় সব প্রধান নদী সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।