সিলেটবুধবার , ২৯ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাতারে জমিয়তের সমাবেশ অনুষ্ঠিত

Ruhul Amin
আগস্ট ২৯, ২০১৮ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

কাতার প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম কাতার’শাখার কর্মী সমাবেশ ও ঈদ পুনর্মিলনি ২৪ আগস্ট শুক্রবার বাদ এশা কাতার সবজী মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। মাওলানা মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং হাঃ মাওঃ সৈয়দ মাহফুজ আহমদ ও আবু আফিফা আতিকুর রাহমানের যৌথ পরিচালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কাতার সবজি মার্কেট কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাঃ মাওঃ খালেদ সাইফুল্লাহ জহিরী বলেছেন, জমিয়ত ভারত উপমহাদেশের ঐতিহ্যবাহী একটি দল। ভারত বর্ষস্বাধীনতা আন্দোলনে জমিয়তই মুখ্যভুমিকা পালন করেছে।
উপমহাদেশে ছুট বড় যতই ইসলামী সংগঠন বিদ্যমান আছে তাদের সবারই মূলে কিন্তু জমিয়ত। বিশ্বায়নের নামে সমস্ত কুফুরী শক্তি বিশ্বব্যাপি যেখানে ইসলাম, মুসলমানের ইমান-আকিদা ধ্বংশের তুফান তুলছে সেখানে জমিয়ত ছাড়া আপনি যে দলেরই হয়ে নিজের সুরক্ষার চিন্তা করেননা কেন আপনাকে বুঝতে হবে আপনি বিশালাকারের একটি গাছের শাখায় বসে আছেন| এই প্রবল তুফানে যখন তখনই শাখাটি ভেঙ্গে গিয়ে আপনার ক্ষতির আশংখ্যা প্রবল হয়ে আছে| কিন্তু এহেন মুহুর্তে যদি আপনি শাখা ছেড়ে গাছের মূলে এসে শক্ত ভাবে আকড়ে ধরে দাড়াতে পারেন তবে তাই হবে আপনার নিশ্চিত সুরক্ষা + বুদ্ধিমানের কাজ| অতএব, আপনারা যে যে দলেরই হোননা কেন, সব ছেড়ে জমিয়তের সাথে কাজ করে যাওয়াটাই হবে আপনাদের সার্বিক নিরাপদের গ্যারান্টি।
হাঃ মাওঃ ফারুক আসলাম এবং হাঃ একরাম উদ্দীনের কুরআান তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্টানে উদ্ভোধনী বক্তব্য রাখেন কাতার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুশ শহীদ|
জমিয়তের ইতিহাস, ঐতিহ্য, অবধানের কথা স্মরণ করিয়ে দিক নির্দেশনামুলক গুরুত্বপুর্ণ নসিহাত পেশ করেন- কেন্দ্রীয় কমিটির মুহতারাম সভাপতি হাঃ মাওঃ জসিম উদ্দীন, কেন্দ্রীয় সহ সভাপতি মাওঃ মুতাহির আহমদ, কাতার আওক্বাফের অন্যতম ব্যাক্তিত্ব হাঃ মাওঃ আব্দুল আজীম বিশ্বাস|
স্বাগত বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি আল হাজ্ব সুলাইমান আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল মতিন জালালী, মাওঃ শুয়াইব আহমদ, সাংগঠনিক সম্পাদক এম আবু বকর সা’দী, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ জুবায়ের আহমদ, মাওঃ আব্দুল্লাহ, মাও লুতফুর রাহমান প্রমূখ।
বক্তাগন তাদের বক্তব্যে জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গামকে কাতারের সকল প্রবাসীর কাছে পৌঁছে দেয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামীতে ‘জমিয়তে উলামায়ে ইসলাম কাতার’র জন্য একটি মডেল কমিটি করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন|
পরিশেষে সভাপতির নসিহাত ও দোয়াশেষে নৈশভোজ শেষে অসমাপ্তি ঘোষণা করা হয়।