সিলেট ২৬শে জুন, ২০২২ ইং | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
সিলেট রিপোর্ট: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী আগামী ৫ সেপ্টেম্বর বুধবার শপথ নেবেন ।
ওই দিন সন্ধ্যায় গণভবনে সিলেটসহ তিন সিটির মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন, সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত ৩৬ কাউন্সিলরও শপথ নেবেন। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেন এমপি। শপথগ্রহণ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে মেয়র এবং কাউন্সিলরদের হাতে এসে পৌঁছেছে বলে জানিয়েছে মেয়রের সাথে ঘনিষ্ট একটি সূত্র।
২০১৩ সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন আরিফুল হক চৌধুরী। তখন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথবাক্য পাঠ করেন। এবার দ্বিতীয়বারের মতো শপথ নেবেন তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com