সিলেটরবিবার , ২ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবীর ওসমানীর শততম জন্মবার্ষিকীতে র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি

Ruhul Amin
সেপ্টেম্বর ২, ২০১৮ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণ থেকে ওসমানীর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান ও মুক্তিযোদ্ধা জেনারেল (অব.) হারুন অর রশীদ বীর প্রতীক এর নেতৃত্বে র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ ওসমানীর অনুরাগীগণ অংশগ্রহণ করেন।

এর আগে সকাল ৯টায় দরগাহে হযরত শাহজালাল রহ. মাজার সংলগ্ন মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ফাতেহা পাঠ করেন ও মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। খতমে কুরআন শেষে বাদ জোহর উদযাপন কমিটির উদ্যোগে দরগাহে হযরত শাহজালাল রহ. মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির কমিটির আহবায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান, মুক্তিযোদ্ধা জেনারেল (অব.) হারুন অর রশীদ বীর প্রতীক, সদস্য সচিব ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১ এর সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক, জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মণ রায়, উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিম, ওসমানী জাদুঘরের সহকারী কিপার মো. জিয়ারত হোসেন খান, মিসেস মারিয়ান চৌধুরী, শামসুন নাহার মিনু, হাসনা হেনা চৌধুরী, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, এডভোকেট জুয়েল আহমদ, এডভোকেট খন্দকার রানা, এডভোকেট আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব ও বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল, হাসিনা মহিউদ্দীন, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, মুক্তিযোদ্ধা শওকত আলী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, এডভোকেট কিশোর কুমার কর, জামাল উদ্দিন কুটি মিয়া, উমেশ বৈদ্য, রেণুকা দে, রেবা বৈদ্য, হরিপদ চন্দ, শফিকুর রহমান শফিক।

এদিকে বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে ২ সেপ্টেম্বর রোববার বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অবদান’ শীর্ষক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক গণপরিষদ সদস্য, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন উদযাপন কমিটির সদস্য সচিব ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১ এর সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।