সিলেটরবিবার , ২ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল আজহার বন্ধে সড়কে প্রাণ গিয়েছে ২৫৯ জনের

Ruhul Amin
সেপ্টেম্বর ২, ২০১৮ ৩:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ঈদের আনন্দ যেন আর আনন্দ হয়ে থাকছে না। বরং এটি সৃষ্টি করছে এক শোকের সাগর। এবারের ঈদুল আজহার বন্ধে গত ১৩ দিনে সড়কে প্রাণ হারিয়েছেন ২৫৯ জন আর আহত হয়েছেন ৯৫০ জন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক পরিসংখ্যানে বলা হয়েছে গত ১৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত সারাদেশে ২৩৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেসব দুর্ঘটনা এনেছে এই মৃত্যুর মিছিল।

আজ (৩১ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দুর্ঘটনার এই চিত্র তুলে ধরা হয়।

যাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী বলেন, এসব দুর্ঘটনার মধ্যে রয়েছে রেল দুর্ঘটনাও। এতে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন সাতজন। নৌপথে দুর্ঘটনায় মারা গিয়েছেন চারজন, আহত হয়েছেন ৬৮ জন এবং নিখোঁজ রয়েছেন আটজন।

সমিতির পক্ষ থেকে বলা হয়, নিহতদের এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে।

সমিতির হিসাবে গত বছর ঈদুল আজহার বন্ধে ২০৫টি দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু হয়েছিলো এবং আহত হয়েছিলেন ৮৪৮ জন।