সিলেটসোমবার , ৩ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট থেকে ছেড়ে যাওয়া বাস যাত্রীর কাছ থেকে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Ruhul Amin
সেপ্টেম্বর ৩, ২০১৮ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট-ঢাকা রুটে চলাচলকারী এনা ও গ্রীন লাইন পরিবহনের দুটি বাসের ছয় জন যাত্রীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে র‌্যাব-৩। স্বর্ণগুলো জব্দ করে চোরাচালানকারি ছয় জনকে আটক করা হয়েছে। এসব স্বর্ণের ওজন প্রায় ১৪ কেজি ও এর বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা। পার্শ্ববর্তী একটি দেশে পাচারের জন্য এসব স্বর্ণ সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিলো বলেও জানানো হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর উপঅধিনায়ক মেজর মো. রাহাত হারুন খান।

তিনি বলেন, ‘গত ২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে বাস তল্লাশি শুরু করে র‌্যাব। বিকাল সাড়ে ৪টার দিকে এনা পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়। এসময় বাসের যাত্রী জামাল হোসেন, তানভীর আহম্মেদ ও রাজু হোসেনের প্যান্টের বেল্টের নিচে বিশেষ কায়দায় লুকানো ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রত্যেক যাত্রীর কোমরে বিশটি করে স্বর্ণের বার ছিল। এরপর তাদের আটক করে র‌্যাব।’

তিনি আরও বলেন, ‘এরপর বিকাল সাড়ে ৫টায় একই রুটের গ্রীন লাইন পরিবহনের যাত্রী আবুল হাসান, রাজু আহম্মেদ ও আলাউদ্দিনকে তল্লাশি করে তাদের কাছ থেকেও ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। দুই বাসের ছয় যাত্রীর কাছে মোট ১২০ টি স্বর্ণের বার উদ্ধার করে র‌্যাব।’

স্বর্ণের বারের ব্যাপারে এই র‌্যাব কর্মকর্তা বলেন, ‘প্রত্যেকটি বারের ওজন ১১৬ গ্রাম। উদ্ধার স্বর্ণের বারের ওজন মোট প্রায় ১৪ কেজি, যার বাজারমূল্য ৬ কোটি টাকা।’

এই চক্রটি দীর্ঘদিন ধরে স্বর্ণচোরাচালানের সঙ্গে জড়িত দাবি করে তিনি আরও বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আলাউদ্দিন ছাড়া প্রত্যেকের ভাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে আছেন। এদের মধ্যে রাজু ও জামাল শিক্ষার্থী। তবে প্রত্যেকের বাড়ি ভিন্ন ভিন্ন জেলায়।স্বর্ণ চোরাচালানের মাধ্যমে আবুল হাসান, রাজু আহম্মেদ ও আলউদ্দিনের পরিচয় হয়। তারা স্বর্ণপাচার করে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা পায়।’

সংবাদ সম্মেলনে মেজর রাহাত হারুন খান বলেন, ‘স্বর্ণগুলো ঢাকা হয়ে পার্শ্ববর্তী একটি দেশে পাচার করার পরিকল্পনা ছিল তাদের।’ তবে স্বর্ণের মূল মালিকের বিষয়ে র‌্যাব কোনও তথ্য দিতে পারেনি। তদন্তের পর এই ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলেও জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।