সিলেটবৃহস্পতিবার , ৬ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারী-১ আসনে ২০ দলের প্রার্থী হতে চান জমিয়ত নেতা মঞ্জুরুল ইসলাম

Ruhul Amin
সেপ্টেম্বর ৬, ২০১৮ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হতে চান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি নীলফামারী-১ আসন থেকে ২০ দলীয় জোটের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সুবক্তা ও খতীব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি। সাবেক এই ছাত্র নেতা জানান, এলাকার মানুষের সুখে-দুঃখে তিনি ও তার পরিবার দীর্ঘ দিন ধরে পাশে ছিলেন এবং এখনো আছেন। ২০ দলীয় জোট থেকে তাকে মনোনয়ন দেয়া হলে তিনি শতভাগ জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
নীলফামারী জেলার ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-১ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে আটজন। অন্য দিকে ২০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন পাঁচজন।