সিলেটশনিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে পৌঁছেছেন স্পিকারসহ ৩০ এমপি

Ruhul Amin
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ৯:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ ও হুইপসহ ৩০ এমপি হবিগঞ্জ পৌঁছেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটগামী পারাবত ট্রেনে জেলার শায়েস্তাগঞ্জ রেল জংশনে নামেন তাঁরা।‘মনিটরিং এবং বাস্তবায়নে এমপিদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় অংশ নিতে তারা হবিগঞ্জ আসলেন।

এমপিদের দুই দিনব্যাপী কর্মশলায় প্রধান অতিথি জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ.স.ম ফিরোজ ও হুইপ ইকবালুর রহিম।

জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিনের কর্মশালাটি অনুষ্ঠিত হবে জেলার বাহুবল উপজেলার কামালের বাগানখ্যাত ‘দি প্যালেস লাক্সারি রিসোর্ট’ এ।

এদিকে অতিথিদের রেলস্টেশনে স্বাগত জানাতে সকাল থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আবু জাহিরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা রেলস্টেশনে উপস্থিত হন। এছাড়াও স্কুল, কলেজের স্কাউট, বিএনসিসি দলের সদস্যরা অতিথিদের কে স্বাগত জানান।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, ইউএনডিপি আয়োজিত ‘মনিটরিং এবং বাস্তবায়নে এমপিদের ভূমিকা’ শীর্ষক দুইদিনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পীকারসহ দেশের ৩০ এমপি ঢাকা থেকে ট্রেন যোগে হবিগঞ্জ পৌঁছেছেন।

জেলা প্রশাসক জানান, ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টা ৫৭ মিনিটে ঢাকাগামী পারাবত ট্রেনে ঢাকার উদ্দেশ্যে হবিগঞ্জ ছেড়ে যাবেন।