সিলেটরবিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা উন্নয়নের মূল মন্ত্র : আব্দুর রকিব

Ruhul Amin
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের যুগ্ম পরিচালক মো: আব্দুর রকিব বলেছেন, শিক্ষা উন্নয়নের মূলমন্ত্র। জীবনে উন্নতি লাভ করতে হলে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমী হতে হবে। পড়ালেখার প্রতি অধিক হারে মনোযোগী হয়ে প্রতিষ্ঠান ও এলাকার সুনাম বয়ে আনতে হবে।
শনিবার গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শাকির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, রয়টার্স এর সিলেট প্রতিনিধি ও ব্যাংকার রাজু আহমেদ, ৩৭তম বিসিএস-এ পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রাজশ্রী পুরকায়স্থ, শিক্ষানুরাগী কামরুল ইসলাম, কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য শ্যামলেন্দু পাল, শিক্ষক বিজয় পুরকায়স্থ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সুশান্ত কুমার, কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ খায়রুল আমিন, দ্বাদশ শ্রেণীর সানজিদা বেগম ও অনিক চন্দ, নবীনদের পক্ষে বক্তব্য রাখেন-একাদশ শ্রেণীর ফাহিমা বেগম ও ইকবাল হোসেন। মারওয়ান আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শাকির উদ্দিন।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মো: আব্দুর রকিব বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে কলেজটি আজ এ পর্যায়ে এসেছে। নবীন শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে এ কলেজের সুনাম আরো বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা এ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম নজরুল ইসলাম নজর ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যক্ষ আব্দুল খালিকসহ অন্যদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
প্রসঙ্গত, এবার এ কলেজের একাদশ শ্রেণীতে ১৯২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করা হয়।