সিলেটরবিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাতার দুহা সিটি জমিয়তের কমিটি গঠন

Ruhul Amin
সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ‘জমিয়তে উলামায়ে ইসলাম কাতার’র ‘দুহা সিটি শাখা’ গঠন উপলক্ষ্যে ( ১৫/৯/২০১৮ ইং) শুক্রবার বাদ এশা দুহা ন্যাশনাল হোটেল জমরুদে কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা জসিম উদ্দিন সাহেবের সভাপতিত্বে এবং সহ সভাপতি আবু আফিফা আতিকুর রাহমান ও সাধারণ সম্পাদক মাওঃ আব্দুশ শহীদের যৌথ পরিচালনায় এক গুরুত্বপুর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়| কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত বৈঠকে কালামে পাক থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ জুবায়ের আহমদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সবজী মার্কেট মসজিদের ইমাম ও খতিব হাঃ মাওঃ খালিদ সাইফুল্লাহ জহিরী| সভায় মাওলানা লুতফুর রাহমানকে সভাপতি, মাওঃ রুহুল আমীনকে সাধারণ সম্পাদক এবং মাওঃ শুয়াইব আহমদকে সাংঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়|বৈঠকে অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব সুলাইমান আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল মতিন জালালী, সহ সাধারণ সম্পাদক মাওঃ শুয়াইব আহমদ, সাংগঠনিক সম্পাদক এম আবু বকর সা’দী, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ জুবায়ের আহমদ প্রমূখ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ|
বক্তাগণ তাদের বক্তব্যে সদ্য প্রয়াত ‘জমিয়তে উলামায়ে ইসলামে বাংলাদেশ’র অন্যতম উপদেষ্টা খলিফায়ে মাদানী আল্লামা নু’মান সাহেব, কেন্দ্রীয় উপদেষ্টা, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও সাবেক ছদরে এদারা আল্লামা হোসাইন আহমদ বারকুটি, ইসলামী ঐক্যজোট নেতা মুফতি ফয়জুল্লাহ’র পিতা, জমিয়তের রাজনীতিতে নিবেদিত প্রাণ মাওঃ আব্দুল হালিম জমিয়তী এবং খেলাফত মজলিস কাতারের অন্যতম নেতা মাহফুজে মাওলা ও উনার পিতা মাওলানা আব্দুস সালাম সাহেবান রাহিমাহুমুল্লাহ’র জীবন ও কর্ম শির্ষক আলোচনা করতঃ উনাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন| প্রধান অথিতির বক্তব্যে হাঃ মাওঃ খালিদ সাইফুল্লাহ জহিরী সকল কর্মিদের প্রতি সার্বক্ষনিক সাংগঠনিক নিয়ম শৃংখলা বজায় রেখে জমিয়তের নীতি-আদর্শ মেনে চলা এবং সুন্নাতে নববী ও আকাবের-আসলাফের পুঙ্কানুপুঙ্ক অনুসরনের বিশেষ গুরুত্বারোপ করেন।
মরহুম মাওঃ আব্দুল হালিম জমিয়তীর অসহায় পরিবারের আর্থিক সাহায্যের জন্য যার যার সামর্থ অনুসারে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
উনার বক্তব্যকে স্বাগত জানিয়ে উপস্থিত সবাই মরহুমের পরিবারের জন্য নগদ/বাকি আর্থিক চাদা প্রদান করতঃ কাতার জমিয়তের পক্ষ হতে উল্লেখযোগ্য একটি অঙ্ক সংগ্রহ করে আগামী ১৫ তারিখের ভিতর পৌঁছে দিতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন|

পরিশেষে সভাপতি সাহেবের গুরুত্বপুর্ণ নসিহতের পর মাওলানা আব্দুল মতিন জালালীর দোআর মাধ্যমে বৈঠকের পরিসমাপ্তি হয়|