সিলেটসোমবার , ১৭ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যান রশিদসহ দন্ডপ্রান্ত ৪ জনকে কারাগারে প্রেরণ

Ruhul Amin
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর প্রতিনিধি : ভারতীয় নাসির উদ্দিন (পাতার বিড়ি) আমাদানীর দায়ে কারাদন্ডপ্রাপ্ত সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় আসামী পক্ষ বিচারিক আদালতে আত্মসমর্থন করে জামিন আবেদন করে৷ আদালত জামিন নামঞ্জুর করে ৫নং ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদসহ ৪ জনকে কারাগারে প্রেরণ করে৷

গত ১২ আগষ্ট সিলেটের বিশেষ ট্রাইব্যুনাল নং-২, মহানগর বিচারিক মমিনুন নেছা’র আদালতে ৪ জনকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়৷

দন্ডপ্রাপ্তরা হলেন জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউপি চেয়ারম্যান লামা শ্যামপুর গ্রামের আহমদ আলীর ছেলে মো. আব্দুর রশিদ, একই গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন, হেলাল আহমদ এবং দলইপাড়া (লামা শ্যামপুর) গ্রামের মো. আয়াত উল্যার ছেলে মো. আব্দুল্লাহ।

প্রসঙ্গ, ২০০৮ সনে দিবাগত রাত ২টায় সিলেট ঢাকা মহাসড়কের তেলিবাজার বিশ্ব রোডে চেক পোষ্ট বসিয়ে রাত সাড়ে ৩টায় তল্লাশী চালিয়ে সিলেট-ট-১১-০০৭৭ ট্রাক আটক করে ৪৪ বস্তা ভারতীয় আমাদানী নিষিদ্ধ নাসির উদ্দিন (পাতার বিড়ি) আটক করে৷ সেই মামলাটি দীর্ঘ শুনানী শেষ আদালত ১২ আগষ্ট রায় ঘোষনা করে।