সিলেটবুধবার , ১৯ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জমিয়তের মতবিনিময় সভায় মির্জা ফখরুল: সংসদ ভেঙ্গেদিয়ে নির্বাচন দিতে হবে

Ruhul Amin
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি,সিলেট রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ সরকারের অধিনে কোন নির্বাচন জনগন মেনে নিবেনা। বেগম খালেদা জিয়াসহ মিথ্যামামলায় যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে সকলকে আগে মুক্তি দিতে হবে। সংসদ ভেঙ্গেদিয়ে নির্বাচন দিতে হবে। আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আযোজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবাচন এবং বতমান রাজনৈতিক পরিস্হিতির উপর অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা নুর হুসাইন কাসেমী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পাটির মহাসচিব মোস্তফা জামাল হায়দার,লেবার পাটির চেযারম্যান ডাঃমুস্তাফিজুর রহমান ইরান,ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমদ মনি,ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রকিব,মুসলিমলীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জাগপার মহাসচিব খন্দকার লুৎফুর রহমান,এন পিপির সাধারন সম্পাদক ফরীদুজ্জামান ফরহাদ,খেলাফত মজলিসের মহাসচিব ডঃ আহমদ আব্দুল কাদের,জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আহসান হাবিব লিংকন প্রমুখ। সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,মাওঃজুনায়েদ আল হাবিব, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী,সহকারী মহাসচিব মাওঃআতাউর রহমান, মাওঃ সানাউল্লাহ মাহমুদী,অর্থসম্পাদক মুঁফতি জাকির হুসাইন কাসেমী,মাওঃজিয়াউল হক কাসেমী,সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান,মাওঃখলিলুর রহমান বিক্রমপুরী,সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আফযাল হুসাইন রাহমানী, মাওঃআব্দুল গাফ্ফার ছয়গরী,মাওলানা আব্দুল জলীল ইউসুফী, আলহাজ্ব শামসুদ্দীন। এছাড়া যুব ও ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম মাওলা, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী, মুফতি আল আমীন কাসেমী,প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়তের সভাপতি এম সাইফুর রহমান, সহসভাপতি চৌধুরী নাসির আহমদ, আব্দুল ওয়াহহাব হামিদী, সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা,জমিয়ত নেতা মাওলানা সালেহ আহমদ শাহবাগী,গোলাম আম্বিয়া কয়েস ,আব্দুল হামিদ খান প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সরকার পার্লামেন্টকে ধ্বংস করেছে ১৫৪ জন অনির্বাচিত সংসদ সদস্য দিয়ে, বিচার বিভাগ-প্রশাসনকে দলীয়করণ করে ফেলেছে। গণমাধ্যমকে জবরদস্তি করে দখল করে রেখেছে। সরকারের মতো করে, সরকারের হুকুমে চলে এমন একটি নির্বাচন কমিশন গঠন করে রেখেছে। এসব কারণে সরকারের বিচার হবে।

আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনাদের দেশকে আপনাদের রক্ষা করতে হবে। এই মানুষদের আপনাদের রক্ষা করতে হবে, অন্য কেউ উড়ে এসে আপনাদের রক্ষা করবে না। তাই ঐক্যের কোনো বিকল্প নেই। সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে এই “দানব” সরকারকে সরিয়ে দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

পয়লা সেপ্টেম্বর থেকে বিএনপির ‘২ লাখ ৩৩’ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ‘সাড়ে চার হাজার’ মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য, স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে যাঁরা কোনো কিছুর সঙ্গে জড়িত নন, এমন মানুষের নামেও মামলা দেওয়া হয়েছে। প্রতিটি থানায়-থানায়, ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এসব মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কখন করে এটা? যখন সরকার ভয়ে ভীত, সন্ত্রস্ত। সামনে নির্বাচন, এই নির্বাচনে যদি ২০-দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে সরকারের কোনো অস্তিত্ব থাকবে না। এ কারণে সরকার চায় বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে।’

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ফখরুল ইসলাম বলেন, ‘অনেকে প্রশ্ন করেন আমরা নির্বাচনে যাব কি না? সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পর নির্বাচনের কথা বলা আছে। সেই নির্বাচন তো আপনারা শেষ করে দিয়েছেন। সব দলের সমান অংশগ্রহণ নেই, ওরা (আওয়ামী লীগ) ছাড়া আর কেউ নেই। আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই। কিন্তু কোন নির্বাচন? যে নির্বাচনে লেভেল-প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) তৈরি হবে, এমন নির্বাচনে।’

ফখরুল ইসলাম আরও বলেন, ‘জোর করে, মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। মিথ্যা মামলা দিয়ে সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। যখন জনগণ থেকে কোনো সরকার বিচ্ছিন্ন হয়ে যায়, তখন অত্যাচার-নির্যাতনের পথ বেছে নেয়।’ তিনি আরও বলেন, ‘ফেরাউন, নমরুদ, হিটলার, মুসোলিনি, এরশাদ এবং আপনাদের অন্যায়-অত্যাচার আমরা দেখেছি। এভাবে জোর করে ক্ষমতা ধরে রাখা যায় না।’

খালেদা জিয়ার কারাবাস সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে কেন আটক করে রেখেছে? খালেদা জিয়া যদি বাইরে থাকেন, মুক্ত হয়ে যদি বাইরে আসেন ও জনগণকে যদি আহ্বান করেন, তাহলে হাজার-হাজার, লাখ-কোটি জনতা এই সরকারকে ধুলার মতো উড়িয়ে দেবে। এ কারণেই সরকার খালেদা জিয়াকে “আটক” করে রেখেছে, তাঁর চিকিৎসা “দিচ্ছে না”।’ তিনি অভিযোগ করেন, ‘আমরা জানি, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এর সুষ্ঠু বিচার করবেন এবং সেই বিচার তিনি করবেন অবশ্যই। জনগণ কখনো অন্যায়কে সহ্য করে না। জনগণ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেই।’