সিলেটমঙ্গলবার , ২৫ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ‘গণেশ’ বিসর্জন দিতে গিয়ে ১৮ জনের প্রাণহানি

Ruhul Amin
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
ভারতে ১১ দিন ধরে চলা গণেশ পূজা উৎসব শেষে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মহারাষ্ট্র রাজ্যে ১৮ জন পানিতে ডুবে মারা গেছে। দেশটির মহারাষ্ট্রজুড়ে এই বিশাল গণেশ বিসর্জন উৎসবে ছোট থেকে বড় বিভিন্ন আকারের প্রায় ১১ লাখ গণেশের মূর্তি বিসর্জন দেওয়া হয়। রবিবার ছিল এ বিসর্জন উৎসবের চূড়ান্ত দিন। এই উৎসবের বিসর্জন শুরুর পর থেকে ওই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সূত্রে জানা যায়, সোমবার বিকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় মুম্বাইয়ের ভান্ডপে এক জন, পুনেতে চার জন, রতনগিরিতে তিন জন, জালনায় তিন জন, ভানদারায় দুই জন, সাতারায় দুই জন এবং নানদেদ, বুলধানা ও আহমেদনগরে এক জন করে ডুবে মারা যায়। গত ১৩ সেপ্টেম্বর এ উৎসব শুরু হয়। গণেশ ভক্তরা নেচেগেয়ে তাদের দেবতার মূর্তি আরব সাগর, সাগরের খাঁড়ি, বিভিন্ন নদী, হ্রদ, পুকুর, কুঁয়া, কৃত্রিম ট্যাংক ও অন্যান্য জলাশয়ে বিসর্জন দেয়।

এদিকে, বর্ণিল এই বিসর্জন উৎসব দেখতে প্রতিবেশী দেশগুলোসহ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে আসা পর্যটকরা গিরগাউম চৌপট্টি এলাকায় হাজির হয়েছিল বলে জানিয়েছেন মহারাষ্ট্র ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশন।

—বিডি প্রতিদিন