সিলেটবৃহস্পতিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কার্গো ভ্যানের ধাক্কায় নভোএয়ারের উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

Ruhul Amin
সেপ্টেম্বর ২৭, ২০১৮ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:নভোএয়ারের একটি উড়োজাহাজে ধাক্কা দিয়েছে বিমানের কার্গো ভ্যান। এতে নভোএয়ারের উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামত না করা পর্যন্ত এটিআর ৭২-৫০০ উড়োজাহাজটি উড্ডয়ন করা যাবে না।

কার্গো ভ্যানের ধাক্কায় উড়োজাহাজটির জানালার কাঁচ ভাঙা ছাড়াও মূল বডিতে বড় ফাটল ধরেছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানের গ্রাউন্ড সার্ভিস স্টাফ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দরের বে-১২-এ ঘটনা ঘটে।

জানতে চাইলে নভোএয়ারের কর্মকর্তা নিলাদ্রী জানান, জাহাজের জানালা ও ‘বডি’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান থেকে কোনো ক্ষতিপূরণ চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এরআগে বুধবার (২৬ সেপ্টেম্বর) সামনের নোজ হুইল কাজ না করায় পেছনের চাকার ওপর ভর করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলার একটি ফ্লাইটকে। পাইলটের দক্ষতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই বিমানের ১৭১ আরোহী।