সিলেটবৃহস্পতিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অস্থায়ী সরকার গঠনের দাবি বদরুদ্দীন উমরের

Ruhul Amin
সেপ্টেম্বর ২৭, ২০১৮ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট; জাতীয় মুক্তি কাউন্সিল আগামি নির্বাচনে সব রাজনৈতিক সম্মতিতে অস্থায়ী সরকার গঠনের দাবি জানিয়েছে। একইসঙ্গে জাতীয় সংসদ ভেঙ্গে দেয়ার দাবি জানিয়েছে তারা। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর বলেন, আওয়ামী লীগ একবার বিদায় হলে জীবনেও আর ফিরে আসতে পারবে না। যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলেও আওয়ামী লীগের অবস্থা মালদ্বীপের চেয়ে কঠিন হবে। তারা আরও বেশি বিপদের মধ্যে পড়বে। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনটির সম্পাদক ফয়জুল হাকিম। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় মুক্তি কাউন্সিল।
সংবাদ সম্মেলনে অস্থায়ী সরকারের ফর্মুলা কী হবে সাংবাদিকেরা জানতে চাইলে বদরুদ্দীন উমর ১৯৯০ সালের মতো সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশ্ন রাখেন, ৯০ সালে কীভাবে হয়েছিল? সেটা কি সংবিধানে ছিল?