সিলেটশুক্রবার , ২৮ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাবি ছাত্রী হলে চুরি: উপাচার্যকে স্মারকলিপি প্রদান

Ruhul Amin
সেপ্টেম্বর ২৮, ২০১৮ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

শাবি প্রতিনিধি :: বিশ্ববিদ্যালয়ের আবাসিক ১ম ছাত্রী হলে চুরির ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনাসহ, ছিনতাই, শিক্ষার্থীদের হয়রানি রোধে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন জাতীয় ছাত্রদল উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা হতে জাতীয় ছাত্রদলের নেতা-কর্মীদের উপস্থিতে বিক্ষোভ মিছিল আকারে প্রশাসনিক ভবন-২ এর সামনে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ এর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় সংগঠনের সভাপতি রামকৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক রূপেল চাকমা, সাংগঠনিক সম্পাদক দীনবন্ধু সরকার সৌরভসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এসময় স্মারকলিপির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার খাতিরে ৭দফা দাবিও জানানো হয়। ৭দফা দাবিগুলো হলো চুরির ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনা, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মান করা, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা, পর্যাপ্ত গার্ড নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, বহিরাগতদের উপর নজরদারি বৃদ্ধি করা, পর্যাপ্ত আবাসিক হল নির্মাণ করে সকল শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, শহরে নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগী ভূমিকা পালন করা।