সিলেটরবিবার , ৩০ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতু হবে শেখ হাসিনার নামে

Ruhul Amin
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাংক সরে যাওয়ার পর শেখ হাসিনা যে সাহসিকতা দেখিয়েছেন জনমত জরিপে, সংসদে, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সারা দেশের মানুষের একই কথা পদ্মা সেতুর নাম শেখ হাসিনা করা হোক। তাই পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করা হবে। তিনি বলেন, পদ্মা সেতু শেখ হাসিনার সোনালি ফসল। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর মূল কাজের ৭০ ভাগ ও সার্বিক কাজ ৫৯ ভাগ শেষ হয়েছে। আগামী ১৩ই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মাওয়া-ভাঙ্গা এপ্রোচ, রেল লিংক, ৬০ ভাগ কাজের অগ্রগতি ও ৬ লেন এক্সপ্রেস কাজের উদ্বোধন করবেন। মন্ত্রী শনিবার দুপুরে পদ্মা সেতুর দক্ষিণপাড়ে জাজিরা পয়েন্টে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি বলেন- আমি যা বলি তাই লিখবেন তাই প্রচার করবেন। সেদিন আমি বলেছিলাম চারদিকে অশুভ শক্তির পদধ্বনি অথচ রাতে টকশোতে দেখলাম চারদিকে অশনি সংকেত।
আমি বলেছি, বিএনপি ঢাকা দখলের চেষ্টা করলে জনগণ নিয়ে অচল করে দেবো। অথচ মিডিয়াতে প্রচার করা হয়েছে হাত-পা ভেঙে দেবো। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এ সময় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।