সিলেটসোমবার , ১ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিবে হাইআতুল উলইয়া বোর্ড

Ruhul Amin
অক্টোবর ১, ২০১৮ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষাবোর্ড ‘ আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র বৈঠক রোববার ১লা অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ বোর্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা শাহ আহমদ শফী।

বৈঠকে আগামী দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ, পরীক্ষার পদ্ধতির মানোন্নয়ন ও ২ বছরের হিসাবসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সুত্র সিলেট রিপোর্টকে জানিয়েছে, চলতি মাসেই উন্নতমানের একটি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাপক আকারে সংবর্ধনা দেয়া হবে।

কওমি সনদের বিল জাতীয় সংসদে পাশ হওয়ার পর হাইআতুল উলইয়ার এটিই প্রথম বৈঠক। আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে হাইআতুল উলয়ার নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আশরাফ আলী, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা মাহমূদুল হাসান, মাওলানা আবদুল হালিম, মাওলানা আবদুল হালিম বোখারী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আরশাদ মাদানী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আবদুল বছির, মুফতি এনামুল হাক, মাওলানা শামসুল আলম প্রমুখ।
মাওলানা আশরাফ আলীকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি সংবর্ধনা উপ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সংবর্ধনার বিষয়টি দেখভাল করবে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, (বেফাক থেকে) বেফাকের সহসভাপতি মুফতি ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, সহকারী মহাসচিব, মাওলানা মাহফুজুল হক ও মুফতি নুরুল আমিন। অন্য বোর্ড থেকে, আল্লামা আবদুল হালিম বোখারী, মুফতি রুহুল আমীন, মাওলানা আরশাদ রাহমানী, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আবদুল বছির।
উল্লেখ্য,

কওমী মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান সংক্রান্ত আইন গত ১৩ আগস্ট সোমবারের মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। এরপর ১৯ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসরাম নাহিদ। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
এর আগে গণভবনে এক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করেন। এরপর মাদরাসার পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ৬ বোর্ড নিয়ে গঠিত হয় আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ। সংস্থাটির অধীনে এরই মধ্যে ২ টি কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।