সিলেটবুধবার , ১০ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা, বৃহস্পতিবার বিক্ষোভ

Ruhul Amin
অক্টোবর ১০, ২০১৮ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

বুধবার ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বেলা ১২টায় হত্যা ও বিস্ফোরক আইনে করা আলোচিত দুই মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

এ রায়ের প্রতিবাদে রুহুল কবির রিজভী সাত দিনের এ কর্মসূচি ঘোষণা করেছেন।

কর্মসূচিতে বিএনপির উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরীসহ দেশব্যাপী সব মহানগর, জেলা ও উপজেলা/থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আগামী শনিবার (১৩ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল, রোববার (১৪ অক্টোবর) যুবদল এবং সোমবার (১৫ অক্টোবর) স্বেচ্ছাসেবক দল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিএনপির উদ্যোগে ঢাকা মহানগরীসহ দেশব্যাপী জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ অক্টোবর) দেশব্যাপী জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন এবং বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দেশব্যাপী শ্রমিক দলের মানববন্ধন অনুষ্ঠিত হবে।