সিলেটবুধবার , ১০ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা ইসলাম ও উলামায়ে কেরামকে ভালোবাসেন : ফরীদ মাসঊদ

Ruhul Amin
অক্টোবর ১০, ২০১৮ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জমিয়তুল উলামার চার দিনব্যাপী পথযাত্রার শেষ দিন ছিল গতকাল। এতে আলেম-জনতার ঐক্য গড়ার আহ্বানে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সংগঠনের চেয়ারম্যান শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম মাওলানা । গতকাল সুনামগঞ্জ পুরান বাসস্ট্যান্ডে সমাপনী জনসভায় তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামছুল ইসলামের সভাপতিত্বে পথযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইয়াহিয়া মাহমুদ, আয়ূব আনসারি, দেলওয়ার হোসাইন সাইফী প্রমুখ বক্তৃতা করেন। ৬ অক্টোবর যশোরে জনসভার মাধ্যমে পথযাত্রা শুরু হয়। আল্লামা মাসঊদ বলেন, দুর্নীতি সামাজিক ব্যাধি। সমাজের সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন ধরে রাখতে হলে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে, যাতে মানুষ সচেতন হয়। তিনি বলেন, কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি ইসলাম ও উলামায়ে কেরামকে ভালোবাসেন।