সিলেটশুক্রবার , ১২ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভেদাভেদ ভুলে নৌকায় ভোট দিন: জগন্নাথপুরে এম.এ. মান্নান

Ruhul Amin
অক্টোবর ১২, ২০১৮ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সব ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন।

তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে সারাদেশে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে। যার ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও দক্ষিনসুনামগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন ধরে রাখতে আগামী নির্বাচনে আপনাদের কাছে আবারো নৌকায় ভোট চাই। তিনি অারো বলেন,আমি দৃঢ আশাবাদি আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আবোরো নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠাবেন। আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে উন্নয়নের চলমান ধারাকে এগিয়ে নিয়ে যাবেন।

শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান ও জুবেদা খাতুন শিক্ষা ট্রাস্ট আসলামমিয়া ও খয়রুন নেছা শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সিপার মিয়ার দরিদ্র মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।

শাহজালাল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুয়েব আহমদ ও ছাত্রনেতা জিয়াউল হক এর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নব গোপাল দাস,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী সৈয়দপুর আর্দশ কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে ৫তলা একাডেমিক ভবন ও এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান,সাবেক অধ্যক্ষ শাহেদ রাহমান,বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনসহ কলেজ গর্ভনিং কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে দোয়া পরিচালনা করে নযুবলীগ নেতা মাওলানা আনোয়ার আলী।

সকালে জগন্নাথপুর উপজেলার জনপ্রতিনিধিদের সাথে উন্নয়নের অভিযাত্রায় জনপ্রতিনিধিদের ভুমিকা শীর্ষক মতবিনিময়সভায় বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীএম এ মান্নান এমপি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজ্লু আলম মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সঞ্চালনায় উপজেলা পরিষদ সন্মেলনকক্ষে এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম,পৌরসভার প্যানেল মেয়র সফিকুল হক,পাটলী ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুলইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব মিয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইমানী, পৌরসভার মহিলা কাউন্সিলর মীনা রানী পাল, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন,চিলাউড়া হলদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মাহমুদ, পাটলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা,কলকলিয়া ইউনিয়নের সদস্য তারামিয়া,চিলাউড়া হলদিপুরই উনিয়ন পরিষদ সদস্য জুয়েল মিয়া প্রমুখ। এসময় জনপ্রতিনিধিরা উন্নয়ন ধরে রাখতে প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতি সমর্থন জানান।