সিলেটশনিবার , ১৩ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভারতের সহকারী হাইকমিশন অফিস চালু উপলক্ষে মতবিনিময়

Ruhul Amin
অক্টোবর ১৩, ২০১৮ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার এল. কৃষ্ণমূর্তি। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সিলেটের সহকারী হাই কমিশনার কার্যালয়ের সেকেন্ড সেক্রেটারি গিরিশ পূজারির আমন্ত্রণে এ সময় এল. কৃষ্ণমুর্তি বলেন, ঢাকার পর সিলেট এবং খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিস করেছে। সিলেটে এসে তিনি খুবই আনন্দিত। যেকোনো প্রয়োজনে সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য তিনি আহবান জানান।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যারিস্টার আরশ আলী, রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল, বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম নবেল, আবৃত্তি শিল্পী মোকাদ্দেস বাবুল, নাট্যজন নিরঞ্জন দে যাদু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী প্রমুখ।