সিলেটশনিবার , ১৩ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যফ্রন্টে যোগ দিতে দুই শর্ত বিকল্পধারার

Ruhul Amin
অক্টোবর ১৩, ২০১৮ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: দুই শর্ত পূরণ হলে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবে একথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারা প্রধান বি. চৌধুরী। প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষণা চলার প্রায় একই সময়ে বি. চৌধুরী নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ কথা বলেন।

সংবাদ সন্মেলনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে প্রত্যক্ষ অবস্থান ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় একমত হলে বিকল্পধারা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবে। সংবাদ সন্মেলনের শুরুতেই এর প্রেক্ষাপট বর্ণনা করেন মাহী বি চৌধুরী।

বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী বলেন, জাতীয় ঐক্যের লক্ষ্য যদি হয় বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় বসানো, তাহলে তাদের সাথে আলোচনায় আমরা নাই। ঐক্য প্রক্রিয়া থেকে সরে আসছেন না তারা।

মাহি বলেন, স্বাধীনতাবিরোধীদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে ঐক্য প্রক্রিয়া চলছে, তার সাথে আমরা নেই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিকল্প ধারা মহাসচিব আব্দুল মান্নান, দলটির কেন্দ্রীয় নেতা মাহবুব আলী, ওমর ফারুক, হাফিজুর রহমান ঝান্টু, ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, বিএম নিজাম প্রমুখ।