সিলেটসোমবার , ১৫ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে পুলিশের উপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

Ruhul Amin
অক্টোবর ১৫, ২০১৮ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ অক্টোবর) দলের পূর্বঘোষিত জাতীয় কর্মসূচির অংশ বিশেষ দলীয় চেয়ারপারসনের মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার রায় বাতিলের দাবিতে স্বেচ্ছাসেবক দল-যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া। এসময় তিনি জানান- অনুমতি ছাড়া বের করা এ মিছিল থেকে নাশকতার শঙ্কায় বাধা দেয় পুলিশ। এ সময় মিছিলকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ালে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এরআগে মিছিলটি বন্দরবাজারের মধুবন মার্কেট এলাকায় এসে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের লাঠিচার্জে গোলাপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সামাদুর রহমান অপু সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জানান।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম বলেন, একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের বাধা দেয়ার বিষয়টি নেক্কারজনক। আমরা এ হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।