সিলেটসোমবার , ১৫ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাস্তির বিধান রেখে সম্প্রচার আইনের খসড়া অনুমোদন

Ruhul Amin
অক্টোবর ১৫, ২০১৮ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বেতার, টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি বা ভুল তথ্য প্রচারের মতো ২৪টি অপরাধের শাস্তির বিধান রেখে ‘সম্প্রচার আইন ২০১৮’ এর খসড়া অনুমোদন দিয়েছে সরকার।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান,সম্প্রচার আইনে ৭ সদস্যের সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছে,যার সদস্যদের নিয়োগ দেওয়া হবে সার্চ কমিটির মাধ্যমে।ওই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি কমিশনের সদস্যদের নিয়োগ দেবেন।
তিনি আরো জানান, সম্প্রচার মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার,মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি বা ভুল তথ্য প্রচারের মতো ২৪টি অপরাধের শাস্তির বিধান রাখা হয়েছে।এতে আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ কোটি টাকা জরিমানা করা হবে।
শফিউল আলম দাবি করেন, ‘সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই নতুন আইনটি করা হচ্ছে।’মন্ত্রিপরিষদ সচিব বলেন,এ কমিশন সম্প্রচার যন্ত্রপাতির লাইসেন্স দেবে।অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কমিশনের একক কর্তৃত্ব থাকবে।
খসড়া আইনে সম্প্রচার কমিশন গঠনের পাশাপাশি কমিশনারদের নিয়োগ,যোগ্যতা-অযোগ্যতা,মেয়াদ,পদত্যাগ, অপসারণ,পদপর্যাদা,পারিশ্রমিক ছাড়াও বিভিন্ন বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে বলেও জানান তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,শিল্পমন্ত্রী আমির হোসেন আমু,বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ,স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিসভার সদস্যরা অংশ নন।