সিলেটবুধবার , ১৭ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মানবতাই আমাদের মূল ধর্ম: হানিফ

Ruhul Amin
অক্টোবর ১৭, ২০১৮ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বাউল স¤্রাট ফকির লালন শাহ সব সময় মানুষের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। লালন তার দর্শন দিয়ে বার বার বলেছেন, সবার উপরে হচ্ছে মানুষ। ধর্ম সব কিছুর উপরে নয়। মানুষের জন্যই ধর্ম। আর সেই মানুষই যদি হই তাহলে মানবতাই আমাদের মূল ধর্ম।’

‘মানুষ মানুষই, আমরা এই মানুষেরাই সমাজের মধ্যে জাত নিয়ে বিভেদ সৃষ্টি করি।’ বলেও আক্ষেপ করেন তিনি।

কুষ্টিয়ায় কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আঁখড়াবাড়িতে বাউল স¤্রাট ফকির লালন শাহ এর ১২৮তম তিরোধান উৎসব উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার রাতে তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এ উৎসব শুরু হয়েছে। কুষ্টিয়া লালন একাডেমী, জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বার্ষিক এ উৎসব চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। জনগণ শান্তি চায়। আর এই শান্তিকে নষ্ট করতে কিছু মানুষ তৎপর আছে।

তিনি আরো বলেন, ‘আপনারা দেখেছেন, কিছুদিন আগে ২১শে আগস্ট গ্রেনেড হামলার রায় হয়েছে। এই রায়ে পরিষ্কার হয়েছে, কিভাবে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে হত্যা করে ধ্বংস করে নিশ্চিহ্ন করতে চায়। যারা এ কর্মকাÐ করেছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না, রাজনৈতিক আদর্শ হতে পারে না।’ ‘রাজনীতি হবে তার আদর্শ দিয়ে। মানুষের মাঝে তাদের উন্নয়ন তুলে মানুষের মন জয় করতে হবে। আদর্শ ছাড়া রাজনৈতিক দলের উদ্দেশ্যই হচ্ছে, হত্যা খুন করে যেভাবেই হোক ক্ষমতা দখল করা।’

তিনি আরো বলেন, ‘লালন শাহের যে আদর্শ, লালন শাহের যে দর্শন, সেই দর্শনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষকে নিয়ে একটি সুখী-সুন্দর দেশ গড়তে চাই। আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলবো। এজন্য লালনের আদর্শ আমাদের পথপ্রদর্শক।’

বিশেষ অতিথি কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, ‘বাউল স¤্রাট ফকির লালন শাহের ধর্মনিরপেক্ষতা, জাত-পাত, সাম্প্রদায়িতার মতবাদ সঠিকভাবে জানতে হবে এবং পালন করতে হবে। সাঁইজির মতবাদগুলো আমরা হয়তো ঠিকভাবে পালন করছি না। আমরা যদি সাঁইজির সত্যিকারের ভক্ত হতে পারতাম, তাহলে দেশ থেকে মারামারি, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হতো।’

প্রধান আলোচক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, ‘লালনকে বলতে পারি, গুরুরও গুরু, মাস্টার অব মাস্টার। মানুষকে প্রতিটি পদে পদে প্রতিটি ক্ষণে খারাপকে মাড়িয়ে সেই স্থানে যেতে হয়। ফকির লালন শাহ যেই সময় জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়টি মৌলবাদী গোষ্ঠীতে পরিপূর্ণ ছিলো। কেবলমাত্র মানবতার জন্যই জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবেসে মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করে মানবতার প্রত্যয় যিনি গ্রহণ করেছিলেন, তিনি হলেন বাউল স¤্রাট ফকির লালন শাহ্। ফকির লালন শাহ তার যে দর্শন প্রকাশ করেছেন, তা কেবল কথা-গানের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি তার বাণী দিয়েও দর্শন প্রকাশ করেছেন।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার সোহেল রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, কুষ্টিয়া কোর্টের জিপি এ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম, পিপি অনুপ কুমার নন্দি, কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

পরে লালন মুক্তমঞ্চে শুরু হয় লালন গানের আসর। লালন উৎসব ও মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।