সিলেটবৃহস্পতিবার , ১৮ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন

Ruhul Amin
অক্টোবর ১৮, ২০১৮ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১ টা ১০ মিনিটে ওই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) ব্যক্তিগত কর্মকর্তা এ কে এম মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

মাজহারুল ইসলাম বলেন, ‘সিইসি কে এম নূরুল হুদার কার্যালয়ে বেলা ১১টা ১০ মিনিটে বৈঠকটি শুরু হয়। বৈঠকে কয়েকটি দেশের রাষ্ট্রদূতসহ মোট সাতজন সদস্য উপস্থিত রয়েছেন।

প্রতিনিধি দলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তেরিংকের নেতৃত্বে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

এতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন।

ইসি সূত্রে জানা যায়, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।